ভেজাল ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ই মার্চ) দুপুরে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউনে অভিযান চালানো হয়। এতে বিভিন্ন নামহীন ব্রান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়। যা বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও নীলফামারী জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন- নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সামসুল আলম। এতে ডোমার থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালনা সহ ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024