ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের জমি সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে ইউএনওর ম্যধ্যস্থতায়। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এরশাদুল আহমেদের সভাপতিত্বে দীর্ঘ সময় আলোচনায় ঐক্যমতে পৌঁছার পর কলেজের দাতা সদস্য আব্দুল কুদ্দুস (সাবেক ইউপি সদস্য) কলেজের নামে রাস্তার পাশে থাকা ১০ শতক জায়গা কলেজের নামে দান করে দেন। কলেজের সামনে অবস্থিত জায়গাটি পরিপূর্ণ হওয়ায় কলেজের মাঠের জন্য সুন্দর পরিবেশের তৈরি হয়েছে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এরশাদুল আহমেদ জানান, দীর্ঘদিনের অমিমাংশিত বিষয়টি শেষ হয়েছে। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। এর আগে দরদ দিয়ে সমাধানের চেষ্টা করা হলে অনেক আগেই এ সমস্যার সমাধান হতো।  


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024