|
Date: 2025-03-19 16:52:17 |
শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত বকনা গরু বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে এ বকনা গরু বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুবিধাভোগী ৫০ পরিবারের মাঝে বাড়ন্ত বকনা গরু, গবাদি পশুর খাদ্য, ঘরের টিন, খুঁটি, সাইনবোর্ড, ভিটামিন ও মিনারেল ঔষধ বিতরণ করা হয়।
© Deshchitro 2024