কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন 'লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' কতৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।


বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের রিমন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাফায়েত সুজন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসির হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.ফয়সাল বিন আব্দুল আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক শিক্ষার্থীরা । 



বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ সংগঠনের সভাপতি রিমন মজুমদার বলেন,"আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনের এক আনন্দময় ও সুন্দর মিলনমেলা সম্পন্ন হলো। লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এক অভিন্ন পরিবার। এই পরিবারের সদস্যদের একত্রিত করা, একে অপরের পাশে থাকা এবং বন্ধনকে আরও দৃঢ় করা এটাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, ভবিষ্যতেও আমরা একইভাবে একত্রিত হব, একে অপরের পাশে থাকব এবং আমাদের এই পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করব।"


এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, আঞ্চলিক সংগঠনে সাথে সবাই যুক্ত থাকবেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আঞ্চলিক সংগঠন সর্বপ্রথম এগিয়ে আসে। সংগঠনের মানবীয় দিক সবাই এক সাথে একটি পরিবারের মত। এক সাথে অবস্থান করলে নিজেদের সৌহার্দ্য বৃদ্ধি পাবে। আমরা যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো। উল্লেখ্য,ইফতার মাহফিলে সংগঠনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024