|
Date: 2025-03-19 20:58:09 |
ভালোবাসার জমজমাট বাজারে,
রঙিন পণ্য উঠেছে সারি সারি।
সময়স্বল্পতায় সাজিয়ে
আনতে পারিনি।
তাই সাদাকালো ঝাঁকায় রাখা ভালোবাসা কারও চোখে পড়ে না— তাই তো ক্রেতাদের ডাকি জোরে— একটু ভালোবাসা নিবেন?
একটু ভালোবাসা নিবেন,
খুব অল্প দামে বিক্রি করবো।
বেশি দাম চাই না,
এই চড়া দামের দেশে
এমন সস্তা পাবেন না আর কোথাও!
শুধু আমার খরচটুকু উঠলেই হলো, লস দিয়ে তো আর পেট চলে না! রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
যত্নে লালন করেছি—
এই ভালোবাসা, যা কেউ নেয় না!
একটু ভালোবাসা নিবেন?
খুব অল্প দামে বিক্রি করবো।
কারণ, পৃথিবীতে ভালোবাসাই সবচেয়ে সস্তা জিনিস!
যা নোংরা স্পর্শে
মূল্যহীন হয়ে ডাস্টবিনে ফেলা হয়!
লেখক : সজিব হোসেন
© Deshchitro 2024