|
Date: 2025-03-19 21:04:23 |
অধিকার আদায়ে শ্রমজীবী মানুষের জয় হোক, আমরা সবাই একসাথে প্রতিপাদ্যে জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় জয়পুরহাট সদর থানা মডেল ফারিয়ার সভাপতি মোঃ বুলবুল মিয়া মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নোমায়ের হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার সদস্য সচিব এম. এইচ. এ দুর্জয় ফরাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার
ডাঃ আশিক আহমেদ জেবাল (বাপ্পি), কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় স্থায়ী পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগ ফারিয়া ও
জয়পুরহাট জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জেলা যুবদলের সদস্য আতিকুর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃতারা ফারিয়ার সকল সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তাঁরা বলেন বাংলাদেশের মাটিতে যেমন আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা। তেমনি ফারিয়াতেও কোন ফ্যাসিস্টের দোসরদের জায়গা হবেনা। ফারিয়া হবে একটি পরিচ্ছন্ন সংগঠন।
© Deshchitro 2024