নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে ওলামাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিরাজপুর জামেয়া ইসলামিয়া এমদাদিয়া মাদ্রাসার হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সাহেদের সঞ্চালনায় এবং উলামা বিভাগ সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে উলামা-মাশায়েখ ও ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “উলামায়ে কেরাম ইসলামী সমাজ গঠনের মূল স্তম্ভ। ইসলাম, ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে দারসূল কোরআন পেশ করেন কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হাফেজ মাহবুবুর রহমান ওসমানী এবং উপজেলা ওলামা সভাপতি ও বামনি আছিরিয়া ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির জনাব আবুল হাশেম, সেক্রেটারি ইকবাল হোসেন, যুব সভাপতি গোফরান উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, সিরাজপুর ইউনিয়ন ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা ছফি উল্যাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, কোম্পানীগঞ্জের সহ-সেক্রেটারি মাওলানা ইউসুপ ওবায়দি।

বক্তারা বলেন, “ইসলামি সমাজ প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে ওলামাদের ভূমিকা অগ্রগণ্য। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানের শেষ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024