ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল কর্তৃক মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহীর সর্বস্তরের ছাত্রসমাজ। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহীর জিরো পয়েন্টে সর্বস্তরের ছাত্রসমাজের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।



বিক্ষোভে প্রায় শতাধিক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মী অংশ নেন। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান। প্রতিবাদস্বরূপ বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল— “Save Palestine, Save Muslims, Stop Genocide in Gaza” ইত্যাদি স্লোগান। বিক্ষোভে থেকে বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের সকল মুসলিম দেশগুলো যেন একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে এই নৃশংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তারা বলেন, নিপীড়িত মুসলিমদের পক্ষে দাঁড়ানো শুধু ধর্মীয় নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বিক্ষোভ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় সবাই যেন ইসরায়েলি পণ্য বর্জন করে। ইসরায়েলের পণ্য কিনে কেউ যেন নিজের টাকায় নিজের ভাইদের হত্যা করতে সাহায্য না করে। উল্লেখ্য সম্প্রতি ফিলিস্তিনে সংঘটিত ভয়াবহ হামলায় হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে শিশু ও নারীর সংখ্যা উল্লেখযোগ্য। এর প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিক্ষোভে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী মোঃ যুবাইর রশীদ, রাজশাহী কলেজের শিক্ষার্থী আবু সাহিল, বাংলাদেশ পলিটেকনিকের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান (সজল), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ (জিসান), সিটি কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সিটি সেন্টার প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024