পবিত্র রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলার বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়, যেখানে নড়িয়ার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ সেক্রেটারি জেনারেল ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তিনি বলেন, সমাজ গঠনের আগে নিজেদের নৈতিক ও আদর্শিক ভিত্তি মজবুত করা জরুরি। আসুন, এই রমজানে আমরা কোরআনকে সহীশুদ্ধভাবে পড়ার, বোঝার ও তার আলোকে জীবন গঠনের প্রতিজ্ঞা করি।

নড়িয়া উপজেলা পূর্বের আমীর মাওলানা কাজী আবুল বাসারের সভাপতিত্বে এবং উপজেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মাসুম বিল্লাহ। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আবুল বাসার। তিনি বলেন, রমজান সৎকর্ম ও আত্মশুদ্ধির মাস। আমাদের উচিত এ সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং ইসলামের আদর্শ অনুসরণ করা।

শান্তিপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়, যেখানে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024