মোংলায় উপজেলা পরিষদের ভবনের বাথমরুম থেকে মান্নান কবিরাজ নামে ৬৫ বছরের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। মান্নান উপজেলা পরিষদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন এই ভ্যান চালকের লাশ উদ্ধার করে। 

এর আগে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে তার ছোট ভাই আমির হোসেন ফোন করতে থাকেন। পরে ওই বাথরুমের কাছে গেলে   তার সন্ধান মেলে। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে বের করা হয়।ধারনা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়। পরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতিতে তার স্বজনরা তার লাশ বের করে আনেন।

ঘটনাস্থলে মোংলা থানা পুলিশ পরিদর্শন করে এবং পরিবারের আপত্তি না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024