|
Date: 2025-03-21 16:47:14 |
ফি'লিস্তি'নের গাজায় ইসরাইলী ব'র্বব'র হাম'লার প্রতিবাদে কক্সবাজারের কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ ২০২৫) বাদে জু’মা উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশে কয়েক‘শ মুসল্লি,ছাত্র-জনতাসহ বিক্ষোভ মিছিলটি বিদ্যুৎ মার্কেট থেকে শুরু হয়ে উপজেলা গেট, হাসপাতাল গেট, বড়ঘোপ বাজার ঘুরে লামার বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন।
এসময় বক্তব্য রাখেন, মাওলানা কুতুব উদ্দিন কুতুবী, কলেজ শিক্ষক মোহাম্মদ রিফাত, রায়হান সোবহান ইমন, যিকির ইমাম, মাও.শফিউল আলম নুরী, রিদুয়াজ্জামান, মিজানুর রহমান কুতুবী প্রমুখ । বক্তারা গাজায় নগ্ন হামলা বন্ধ, ইসরায়েলকে মদদদাতার বিরুদ্ধে শ্লোগান ও ইসরাইলী পণ্য বর্জনের ডাক দেন সমাবেশে।
© Deshchitro 2024