লাখাইয়ে ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত। লাখাইয়ে ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণহত্যা ও ভারতের নাগপুরের মুসলিম নির্যাতনের প্রতিবাদে লাখাইয়ের বুল্লাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার স্থানীয় বুল্লাবাজার ও এর পার্শ্ববর্তী এলাকার তৌহিদী জনতার আয়োজনে বুল্লাবাজার এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ বুল্লাবাজার জামে মসজিদ এর মুসল্লী ও এলাকাবাসীর অংশ গ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বুল্লাবাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুল্লাবাজার চৌরাস্তায় এক সভায় মিলিত হয় হাফেজ আলীজাহান এর সভাপতিত্বে ও শিপন আহমেদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, বুল্লাবাজার ব্যবসায়ী আলীনোয়াজ,সালা উদ্দিন আহমেদ,জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম,আব্দুল আজীম, প্রমুখ। সভায় বক্তাগন আধিপত্যবাদী ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ইসরাইলি পণ্য এবং ভারতীয় পন্য ভয়কট করার আহবান জানান এবং অতি শীঘ্রই ইসরাইলী আগ্রসন বন্ধের জোর দাবী জানান।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024