|
Date: 2025-03-21 19:42:35 |
জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জবি ছাত্রদলের ভূমিকা অনেক বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। আমারা যখন কোন সংকটে পড়ি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে তীব্রভাবে স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আন্দোলনে বিরোধিতাকারী জবি ছাত্রলীগের বিচার করতে হবে।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতানেতা, গুম ও নিহত হওয়া ছাত্র নেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024