ছিনতাই  পালানোর সময় দুই ছিনতাইকারী কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী আবু হুরায়রা  জানায় ডুমুরিয়া থানাধীন আঠারো মাইল বাজারে তারএলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে।প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে নগগ টাকা নিয়ে মটরবাইক যোগে বাড়ী ফেরার পথে পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে  আগে থেকে ওত পেতে থাকা ছিনতাই কারীরা পথরোধ করে এবং তার সাথে থাকা টাকা সহ সাইড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম আবু হুরায়রার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন আবু হুরায়রা কে ছুরিকাঘাত করলে হুরায়রা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে উদ্বত হয়।সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের টহল টিম এস আই মোঃ ইব্রাহিম হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স কাঞ্চনপুর এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগত এক লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রংয়ের ডিসকভার ১২৫ সিসি বাইক (সাতক্ষীরা হ-১৮-৪৩২৪)ও একটি ছুরি সহ দুই ছিনতাইকারী গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন ছিনতাইকারী দুজন কে আসামী করে  ডুমুরিয়া থানায় আজ (২১ মার্চ)একটি জিআর মামলা হয়েছে যার মামলা নং ১৮।আসামী দ্বয় যশোর জেলার কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের জাফর মোড়লের পুত্র মোঃ এনামুল হাসান রিপন(৩৪) ও ঝিকরগাছা উপজেলার মাটোয়াপাড়া গ্রামের হাসান মোল্লার পুত্র সাগর মোল্লা(২৯) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।পুলিশ চেক পোস্ট, টহল টিম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে একাধিক মোটরবাইক টিম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024