|
Date: 2025-03-22 02:49:24 |
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়ায় ২১ মার্চ শুক্রবার সিকদার দীঘিতে গোসল করতে নেমে আবেদ নামে (১৪) এক কিশোরের মৃত্যু হয়। নিহত আবেদ পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়ার আবছারের ছেলে। আবেদ চট্টগ্রাম শহরের একটি মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আবেদ পরিবারের সাথে চট্টগ্রাম শহরে থাকে এবং সেখানেই পড়াশোনা করে। ঘটনার দিন তারা ঈদ উপলক্ষে পদুয়ায় বাড়ীতে আসে এবং দাদার সাথে জুমার নামাজ আদায় করে। পরবর্তীতে তারা চাচাতো ভাই ও নিজের আরেকজন ভাই মিলে সিকদার দীঘিতে গোসল করতে নামেন, তবে আবেদের নাকি সাতার জানা ছিল না। এক পর্যায়ে আবেদ ও তার চাচাতো ভাই পুকুরের গভীরে চলে যায়, এখবর জানার পর স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত্যু ঘোষণা করেন। তবে আরেকজন বেচে যায়। রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024