|
Date: 2025-03-22 19:51:15 |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাতক্ষীরা-১আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, রোজার মাধ্যমে আমাদের কুরআনের কর্মী হয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলনে প্রস্তুতি গ্রহন করতে হবে। সমাজ রাষ্ট্র থেকে সকল অনাচার, পাপাচার, জুলুম-নির্যাতন মুলৎপাটন করতে হলে তাকওয়াবান লোকদের নেতৃত্বে নিয়ে আসতে হবে। ২২ মার্চ শনিবার বিকাল পাচটায় তালার সরুলিয়া বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, এই রমজান মাসে ইসলামের দুইটা যুদ্ধ সংঘটিত হয়েছে, বাতিলের বিরুদ্ধে ইসলাম বিজয় হয়েছে। তেমনিভাবে এই রমজান থেকে মুসলমানদেরকে ধৈর্য ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার বাইতুল মাল সম্পাদক হাফেজ আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাও: আজহারুল ইসলাম এর পরিচালনায়,
আরও বক্তব্য রাখেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, সেক্রেটারি আব্দুল হালিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও: আমিনুল ইসলাম, উপজেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম। প্রমূখ।
© Deshchitro 2024