নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। 

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। 

এসময় বক্তারা বলেন,‘ ডিজিটাল বাংলাদেশের কল্যাণে গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় চলে এসেছে। স্বচ্ছতার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। 
আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ এর উপরে বির্তক ও পাওয়ার পয়েন্ট প্রর্দশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024