বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন, 'আমাদের স্বপ্ন দেখতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে যাঁরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাঁরাই বীরপুরুষ। 



অন্যানের বিরুদ্ধে দাঁড়ানোর ফলেই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করা সম্ভব হয়েছে।'


আজ শনিবার (২২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর উচ্ছ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত   আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম আরও বলেন, 'রাজনীতিবিদরা ভাগ্যন্নোয়নের হাতিয়ার। রাজনীতিবিদরা যদি অন্যায়কারী হন, তবে সেটা নিতান্তই দুঃখজনক। সুতরাং রাজনীতিবিদ হতে হলে, অবশ্যই সৎ হতে হবে। ঘুষ না খেলেই শুধু সৎ হওয়া যায় না। কারণ কাজ করতে হবে। কাজ না করলে সৎ বলা যায় না।'


বিএনপি নেতা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে এএসএম আব্দুল হালিম বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীই বালাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।'


তিনি বলেন, '১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমাদের সন্তানেরা এই ১৫ বছর অধিকার বঞ্চিত হয়েছেন। আগামীতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে।'



ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন সরকার।


ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন,  সুপ্রিম কোর্টের আইনজীবী সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আওয়াল খান লোহানী, সহসভাপতি হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সরকার প্রমুখ।



পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024