|
Date: 2025-03-23 15:14:18 |
আত্ম মানবতার সেবায় কাজ করা বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন এর আয়োজনে এম এইচ গ্লোবাল গ্রুপ এর সার্বিক সহযোগিতায় (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলায় প্রায় দুই হাজার ইমাম এর উপস্থিতিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি বাজারে শনিবার দুপুরে ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মহসিন উদ্দিন আশিক এর সঞ্চালনায়, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিষ্টার নজরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ধর্মীয় আলোচক নুরুল ইসলাম বেলালী, ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইমাম মোয়াজ্জিনরা শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসায় খেদমত করে জীবিকা নির্বাহ করবে বিষয়টা এমন নয়। আমরা মনে করি ইমাম মোয়াজ্জেন সমাজে নেতৃত্ব দিবেন, সমাজ পরিচালনা করবেন। ইমাম মুয়াজ্জিনের মানসম্মত কারিগরি, প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে তারা দেশের কল্যাণ করবেন। সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের প্রযুক্তিগত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনদের সম্পৃক্ত করার দাবি করছি। সমাজে ইমাম মুয়াজ্জিন অল্প টাকায় বেতন পেলেও যেন তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারেন না। আমরা আশা করব তাদের একটি রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে বেতন ভোগের সুবিধা পাবেন।
বক্তাদের আলোচনা শেষে, (চাটখিল-সোনাইমুড়ী) উপজেলা প্রায় দুই হাজার ইমাম মুয়াজ্জিন এর হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
© Deshchitro 2024