জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।


রবিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd)-এ লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে। এছাড়া, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।


• আসন সংখ্যা ও বিভাগভিত্তিক বণ্টন


বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) - মোট আসন: ৭৮৫


প্রথম শিফট: ২৯৪ (মানবিক ২১৬, বাণিজ্য ৩৭, বিজ্ঞান ৪১)


দ্বিতীয় শিফট: ২৯২ (মানবিক ২১৮, বাণিজ্য ৩৫, বিজ্ঞান ৩৯)


তৃতীয় শিফট: ১৯৯ (মানবিক ১২৪, বাণিজ্য ১০, বিজ্ঞান ৬৫)

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়: ১৫ ফেব্রুয়ারি



সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) - মোট আসন: ৫২০


প্রথম শিফট: ২৩০ (শুধু বাণিজ্য বিভাগের জন্য)


দ্বিতীয় শিফট: ২৯০ (বাণিজ্য ২৩০, মানবিক ১৬, বিজ্ঞান ৪৪)

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়: ২৮ ফেব্রুয়ারি



ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) - মোট আসন: ৫৯০


প্রথম শিফট: ২৯৪ (মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান ৬৯)


দ্বিতীয় শিফট: ২৯৬ (মানবিক ১৯৩, বাণিজ্য ৩২, বিজ্ঞান ৭১)

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়: ১৪ ফেব্রুয়ারি



বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দ না করলে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাতিল হতে পারে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024