যশোর জেলার অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের ফকির বাগান চত্বরে ঘটেছে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৩ মার্চ) আনুমানিক সকাল দশটার সময় একটি মাটি টানা খালি ট্রাক্টর উপজেলার পুড়াখালী  গ্রামের ফকির বাগান চত্তরে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে তিনটি দোকানের মধ্যে দুটি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্তের মধ্যে মেসার্স রাজু ট্রেডার্স প্রায় ৩ লক্ষাধিক টাক, ইমরান হোসেনের দোকানে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান, ডাক্তার সাবুর রহমান বলেন,তারা প্রকৃত ড্রাইভার নয়  গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দেয়, আল্লাহর রহমতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি, আমি দোকানের মধ্যেই অবস্থান করছিলাম। 

দোকানদার ইমরান হোসেন বলেন, দোকান খোলা অবস্থায় আমরা যদি দোকানের ভিতরে বেচাকেনার মধ্যে  থাকতাম আল্লাহ না করুক নিশ্চিত আমরা অনেকেই হতাহত হতাম।

তবে, ঐ সময় অন্য দোকানগুলো বন্ধ থাকায় এবং দোকানদার ও ক্রেতারা বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে। 

রাজু আহমেদ বলেন, তিনটি দোকানের মধ্যে দুটি দোকান ব্যাপক অক্ষয় ক্ষতি হচ্ছে, আমার দোকানে প্রায় ৩ লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি আছে।আমরা ক্ষতিপূরণ চাই।  

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, দুইটি দোকানের ভিতরে থাকা আসবাবপত্রসহ মালামাল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এলাকাবাসী ক্ষতিপূরণের জোর দাবি জানিয়েছেন।"এছাড়াও অনভিজ্ঞ ড্রাইভার দ্বারা গাড়ি চালানো নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী আরো জানান উপজেলার পুড়াখালী গ্রামের ফকির বাগান চত্বরে এর আগে দিঘীরপাড় গ্রামের আতিয়ার বিশ্বাস শংকরপাশা গ্রামের ইসমাইল বিশ্বাস, অসীম মোল্যা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন,গুরুতর আহত হন রুহল আমিন মোল্লা।এ ধরনের দুর্ঘটনা ঘটার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024