|
Date: 2025-03-23 21:28:55 |
বড়লেখায় বিভিন্ন কলেজের হতদরিদ্র পরিবারের এইচএসসি পরীক্ষার্থীরা ফরম ফিলাপ ফি পরিশোধের অভাবে পরীক্ষার হলে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভোগছিল ঠিক তখন শিক্ষা অর্জণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। চলিত মাসে তিনি উপজেলার চারটি কলেজের অসচ্ছল পরিবারের ১০০ এইচএসসি পরীক্ষার্থীর ফরম ফিলাপ ফি ও বকেয়া টিউশন ফি বাবত প্রায় সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আগামি জুনের মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানান, পরীক্ষায় অংশগ্রহণের আশা তারা ছেড়েই দিয়েছিল। প্রবাসী সমাজসেবক ও রাজনীতিবিদ শরীফুল হক সাজু যেন আমাদের অভিভাবক হয়ে আমাদের কাছে ছুটে আসেন। তিনি ফি পরিশোধ না করলে হয়ত তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় যাওয়াই হতো না।
বিএনপি নেতা শরীফুল হক সাজু জানান, দারিদ্রতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝড়ে পড়ে। জীবনে সংগ্রাম চালিয়ে মা-বাবা ও ভাইবোনের মুখে অন্ন তোলে দিয়ে অনেকে লেখাপড়া চালিয়ে যায়। শেষ সময়ে গিয়ে ফরম ফিলাপের টাকার অভাবে তাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। এটা যে ওই শিক্ষার্থীর জন্য কত কষ্টের তা সে-ই বুঝে। টাকার অভাবে এইচএসসি পরীক্ষা দেওয়া বন্ধ হওয়ার উপক্রম শিক্ষার্থীদের খোঁজে বের করে তিনি তাদের ফরম ফিলাপ ও বকেয়া টিউশন ফি’র সম্পুর্ণ টাকা বহন করেন। এদের মধ্যে অনেকেই হয়তো ভাল ফলাফল অর্জন করবে, সমাজের মুখ উজ্জল করবে। আগামিতে তারা দেশের কল্যাণে বড় কোনো কাজ করবে।
© Deshchitro 2024