|
Date: 2025-03-23 22:16:14 |
নোয়াখালীতে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা।
রবিবার ২৩ মার্চ চৌমুহনী বেঙ্গল কনভেনশন সেন্টারে নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
তিনি আগামী দিনের সাংবাদিকদের লিখনি শক্তি দিয়ে নতুন বাংলাদেশর সাম্য ও ন্যায়ের সমাজ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান, তিনি আশাবাদ ব্যক্ত করেন রাস্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সঠিক সংবাদ প্রকাশ করে তবেই বাংলাদেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও
দৈনিক সংগ্রামের বেগমগঞ্জ উপজেলা সংবাদদাতা নুর উদ্দিন এর সঞ্চালনায়, এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর
সাবেক জেলা আমীর ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক মাওলানা আলা উদ্দিন।
জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক দীন মোহাম্মদ।
জেলার সাংবাদিক তত্বাবধায়ক ও দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলার সংবাদদাতা মাওলানা আবু তাহের। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির নোয়াখালী জেলা (উঃ) এর সভাপতি দাউদ ইসলাম, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।
এই সময় নোয়াখালী জেলা টিভি সাংবাদিক ফোরাম, নোয়াখালী জেলা সাংবাদিক ইউনিটি, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব, চৌমুহনী প্রেসক্লাবসহ আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উপজেলা কর্মরত সাংবাদিক বিন্দু।
© Deshchitro 2024