রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ওই ইউনিয়নের পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোখলেছুর রহমান মুকুল।
ছাওলা ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মুশফিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতের আমির ও পীরগাছা-কাউনিয়া আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাশেম আলী, পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনিছুর রহমান ও প্রচার সম্পাদক খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামসুর রহমান সুমন, ছাত্রশিবিরের পীরগাছা পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ মোস্তাফিজার রহমান সহ আরও অনেকে।
পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ক্বারী আব্দুল হক। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024