আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর - পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এ বিশ্বসেরা হয়েছেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। দেশসেরা হয়েছেন নেত্রকোনার হাফেজ মো. ইরশাদুল ইসলাম।


শনিবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রতিযোগী অংশ নেয়। চ্যাম্পিয়ন জাকি পেয়েছেন ১৫ লাখ টাকা, প্রথম রানারআপ ইয়েমেনের মোহাম্মদ বালিগ পেয়েছেন ১০ লাখ টাকা, এবং দ্বিতীয় রানারআপ ইরশাদুল পেয়েছেন ৭ লাখ টাকা।


জাতীয় পর্যায়ে ১০ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন ইরশাদুল, দ্বিতীয় হয়েছেন মো. জিহাদুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন আব্দুর রহমান বিন নূর। বিজয়ীদের মধ্যে ১০ লাখ থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার বিতরণ করা হয়।


প্রতিযোগিতায় বিজয়ীরা নগদ অর্থের পাশাপাশি সনদপত্র ও সম্মাননা স্মারক পেয়েছেন। প্রথম আসরের মতো এবারের বিজয়ীরাও মা-বাবাকে নিয়ে পবিত্র ওমরা পালনের সুযোগ পাবেন।


অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ও দেশবরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন। তারা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে কুরআনের খেদমতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024