পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  
সোমবার  (২৪ মার্চ ) সকালে  পুরাতন মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

 শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি,  তেল, লবন, সেমাই, সাবান  ও দুধসহ  প্রায় ১৬  কেজি প্যাকেটের খাদ্য সামগ্রীর তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহবায়ক, সাবেক মেয়র, বন্দর ব্যাবহারকারী  ( শ্রমিক ঠিকাদার )মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা  বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান,   শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,সাবেক প্যানেল মেয়র  মোঃ  আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা  আল আমিন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা  মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত,  মোঃ মাশরাফি, সহ আরো অনেকে। 

শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর  কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য  এই আয়োজন করে  মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন। 

শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে  অব্যাহত থাকবে বলেও জানান তারা । 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024