|
Date: 2025-03-24 17:44:25 |
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদীর চরের গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইট ভাটা শ্রমিক।
আব্দুল কাদের, ফারুক হোসেনসহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসেন। তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রোববার তাকে বর্তমান স্ত্রী ও শ্যালক মারধর করেন। একর্যায়ে রাতে বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করেন। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
© Deshchitro 2024