|
Date: 2025-03-24 18:35:02 |
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৪ মার্চ) সকাল ১১টায় কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারের হল রুমে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কমিউনিটিতে ইন্টারজেনারশন ডায়লগ অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কিশোর কালিন স্বাস্থ্য পরিচর্যা, মজুরী বৈষম্য সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, ইউপি সদস্য কাজল সরদার, নীপা চক্রবর্তী, পলাশী রানী, দেবাশিষ গায়েন, পুরোহিত সুকুমার কুমার, কাজী নেছার আলী, গণমাধ্যম কর্মী পিযুজ বাউলিয়া, শিক্ষিকা লিপিকা রায়, উপজেলা এনসিটিএফ সদস্য মিহির মন্ডল, তাবাসুম মাশিয়া তমা, উন্নয়ন কর্মী রাম প্রসাদ মুন্ডা,প্রতিমা রানী প্রমুখ।
© Deshchitro 2024