শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক ভাবধারা সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জনজাতি বেদেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ডেফলাই গ্রামের বেদেপল্লীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নাগরিক প্লাটফর্ম শেরপুরের আহ্বায়ক প্রফেসর (অব.) আবুল হাশেমের সভাপতিত্বে ও আস্থা প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শেরপুর জনউদ্যোগ-এর আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, নাগরিক প্লাটফর্ম শেরপুরের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ দুদু, সদস্য যুগল কিশোর কোচ, ঝিনাইগাতী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সোহেল রানা, বেদে সরদারসহ বেদে পল্লীর অন্যান্য লোকজন। মতবিনিময় সভায় বেদে পল্লীর সরদার জানান, তাদের পল্লীতে ১২ শত লোকের বসবাস। যাতায়াতের রাস্তা, ছেলে-মেয়েদের পড়াশোনা ও নামাজের জন্য মসজিদসহ বিভিন্ন সমস্যা রয়েছে। সভায় বক্তারা এ বিষয়গুলো সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেদেপল্লীতে সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও অংশগ্রহণমূলক গণতন্ত্র চর্চার জন্য নানামুখী পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024