|
Date: 2025-03-24 20:25:14 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল ফিতর, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উপর গুরুত্বারোপ করা হয়। পরিশেষে ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024