|
Date: 2025-03-24 20:28:49 |
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিতনসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনসহ প্রায় ৩০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বিগত সময়ে দেশে কথা বলার সুযোগ ছিল না। আমাদেরকে বন্দিদশায় জীবনযাপন করতে হয়েছে এবং আমাদের পরিবারের ওপর জুলুম করা হয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য থাকলেও দেশ সবার। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।"
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ শ্রিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালিগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. আমির হামজা প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
© Deshchitro 2024