|
Date: 2025-03-24 21:40:54 |
বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার অধিন্যস্ত কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংবাদকর্মীদের নিয়ে পবিত্র রমজান মাসে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৪ মার্চ) সোমবার সন্ধ্যায় থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সবুজ মিয়া'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন'র জেলা প্রতিনিধি আব্দুল বারী, বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা'র প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশের পত্র'র প্রতিনিধি আব্দুস সালাম,বায়ান্নর আলো ও এন টিভির প্রতিনিধি শাকিল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, আদর আলী, সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি সোহাগ হাসান, বার্তা ২৪ প্রতিনিধি শাহজাহান ইসলাম লেলিন, বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024