|
Date: 2025-03-25 13:26:35 |
শিশু আছিয়া, তোর দোষ কী ছিলো?
বেড়াতে এসে পেলি মৃত্যুর আঘাত।
বোনের স্বামী, শ্বশুরের পাশবিকতা
নষ্ট করলো তোর নিষ্পাপ জীবন-স্রোত।
আইনের বাণী কি কখনো শোনে?
ধর্ষকেরা কি কোনো শাস্তির মুখ দেখে?
তোর মৃত্যুর পর কি বিচার হবে কখনো?
নাকি আবার আমরা সব কিছু ভুলে যাবো?
আছিয়া, তোর কান্না কি থামবে একদিন?
আমরা কি কখনো জাগবো?
ধর্ষণ-নিপীড়ন বন্ধ হবে কবে?
শিশুরা পাবে কি নিরাপদ ভবিষ্যৎ?
অবশ্যই এই সমাজকে সচেতন করা জরুরি
তবেই তো তোর কান্না থামবে একদিন।
আছিয়া, তোর শোক যেন আমাদের জাগিয়ে তোলে,
এভাবে আর না, শিশুরা যেন কখনো না কাঁন্না করে।
© Deshchitro 2024