|
Date: 2025-03-25 16:21:52 |
রাজবাড়ীতে এক কাতলের দাম ৭০ হাজার টাকা
রাজবাড়ী
জেলার গোয়ালন্দ পদ্মা নদীর বিশালাকৃতির কাতল মাছ ফের দৃষ্টি কেড়েছে
স্থানীয়দের। মঙ্গলবার সকালে নদীর পাড়ের দৌলতদিয়া মাছ বাজারে ২৮ কেজি ওজনের
একটি কাতল বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়।
স্থানীয় জেলে শওকত হোসেন মাছটি
পদ্মা নদী থেকে ধরে সকালে দৌলতদিয়া ঘাটের আড়ৎতে নিয়ে আসেন। পরে আনোয়ার
হোসেন খানের মালিকানাধীন ভাই ভাই মৎস্য আড়ৎতে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী
শাজাহান সম্রাট ২৪০০ টাকা কেজি দরে কিনে নেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী
সম্রাট শাজাহান মাছটি অনলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জের এক বাসিন্দা রিয়াজ
আহমেদ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। রিয়াজ জানান, পদ্মার বড় মাছের
চাহিদা ব্যাপক, তাই ভালো দামেই এটি সংগ্রহ করেছেন।
এ সময় দৌলতদিয়া মাছ
বাজারের বিক্রেতা ও স্থানীয়রা বলেন, পদ্মার মাছের স্বাদ ও গুণগত মান ভালো
হওয়ায় ক্রেতারা উচ্চমূল্যেও এগুলো কিনতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে বড় মাছ
ধরা পড়ায় বাজারে ভিড়ও বাড়ছে।
স্থানীয় জেলেরা জানান, বর্তমানে নদীতে পানি
কমতে শুরু করায় বড় মাছ জালে ধরা পড়ছে বেশি। তবে তাদের দাবি, সরকার যদি
জেলেদের জন্য আরও সুবিধা বাড়ায়, তাহলে তারা আরও বেশি মাছ ধরতে সক্ষম হবেন।
© Deshchitro 2024