তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) কর্তৃক পরিচালিত বিভিন্ন ক্লাবে ২০২৫-২৬ইং সেশনের জন্য সদস্য সংগ্রহ চলছেটাকসু অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়

যে সকল ক্লাব গুলোতে সদস্য সংগ্রহ চলছে তাদের মধ্যে রয়েছে- মিল্লাত সাংবাদিক ফোরাম, মিল্লাত আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব, মিল্লাত ডিবেটিং ক্লাব মিল্লাত সাহিত্য ফোরাম

প্রতিটি ক্লাব তাদের নিজ নিজ অফিসিয়াল ফেসবুক পেজে গুগুল ফর্মের মাধ্যমে অনলাইনে সদস্য সংগ্রহ করছেসদস্য সংগ্রহ শেষে দ্রুত- নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে

ক্লাবগুলোতে সদস্য হতে হলে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থী হতে হবে বলে শর্ত আরোপ করা হয়েছেতাছাড়াও প্রতিটি ক্লাব কিছু নির্দিষ্ট জানতে চেয়েছে আগ্রহীদের কাছ থেকে


উল্লেখ্য,তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর অধিনে ২৭টির মতো ক্লাব রয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024