কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ আটক ১


সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চরযমুনা এলাকায় পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আবু হাসান রাজু (৩২) নামের ওই যুবককে আটক করে।আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।


পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক আবু হাসান রাজু একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করে।


বুধবার (২৫ মার্চ) আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, "আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"


সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্থানীয়রা অভিযানের প্রশংসা করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024