বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে শুভেচ্ছা জানিয়ে কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল করেছে।

মঙ্গলবার জোহরের নামাজের পর বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো বসুরহাট বাজার প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বসুরহাট জিরো পয়েন্টের মুগ্ধ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অরূপ মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ।

এসময় তিনি বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। মুজিব কলেজ ছাত্রদলের নতুন কমিটি যাচাই-বাছাই করে কেন্দ্র থেকেই ঘোষণা করা হয়েছে। নাছির ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নুর, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ইমনসহ আরও অনেকে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024