তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) কর্তৃক পরিচালিত 'গ্রেট আইডিয়াল হোম' থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে ১৩ জন শিক্ষার্থী চান্স পেয়েছেন।

চান্সপ্রাপ্তরা হলেন: ১. হোসাইন: বি-১৪, ডি-৫৮, ২. সালমান সাইফ: বি-৩৯, ৩. আজিজ: বি-৭২, ৪. তামিম: ডি-৭৪, ৫. সালমান: ডি-১৫৪, ৬. তাহমিদ: বি-২৪৪, ডি-১৫৬, ৭. মোস্তাকিম: বি-২১৯, ৮. আ. রহিম: ডি-৩৩৮, ৯. শরীয়তুল্লাহ: বি-৪৩৩, ডি-৯৫৩, ১০. মারুফ: ডি-৫৪৫, ১১. রিয়াজ: ডি-৭০৭, ১২. তাফহিম: বি-৭০৯, ১৩. আরিফ উল্লাহ: বি-৭৮১

এছাড়াও, এ বছর 'গ্রেট আইডিয়াল হোম' থেকে অন্যান্য শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল অর্জন করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ১৩ জনকে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) কর্তৃক তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে টাকসুর ভিপি ইকবাল কবির মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাকসুর পক্ষ থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানানো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024