নীলফামারীর কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে নিজ শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  নিহত ওই যুবক উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই বাড়িমুধুপুর কুঠিয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিলো। গেম খেলে ধার দেনায় জড়িয়ে পড়েন তিনি। টাকার জন্য বাড়িতে চাপ দিলে পরিবারের লোকজন টাকা দিতে অনীহা প্রকাশ করেন। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার রাতে ধার-দেনার চিন্তায় মনের ক্ষোভে নিজ শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

কিশোরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024