বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার প্রতিটি ওয়ার্ডের অর্ধশত-এর বেশি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, এস এম রাশেদুল আলম সবুজ।
এসময় উপজেলা জামায়াতে আমীর মাও.শফিউল আলম দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি হাবিবুর রহমান,পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেন প্রমুখ।