ঈদুল ফিতর সামনে রেখে ঢাকার ৯৮ শতাংশ গণপরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে।


বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।


ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের চিত্র


সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় ২২ কোটির বেশি ট্রিপে মানুষ যাতায়াত করতে পারে। এর মধ্যে শুধু ঢাকা থেকে ১ কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাবে।


মোজাম্মেল হক বলেন, “সরকারের বিভিন্ন সংস্থা তৎপর থাকার পরও শুধুমাত্র ঢাকা ছাড়তেই যাত্রীদের কাছ থেকে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে।”


তিনি অভিযোগ করেন, পরিবহন মালিকরা অতিরিক্ত মুনাফার জন্য যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করছেন।


বাস, লঞ্চ, নৌপথ ও অন্যান্য পরিবহনে ভাড়া বৃদ্ধির চিত্র


সংগঠনের প্রতিবেদন অনুযায়ী—


সড়কপথে: বাস ও মিনিবাসগুলোতে যাত্রীপ্রতি নির্ধারিত ভাড়ার বাইরে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।


নৌপথে: সদরঘাট, নারায়ণগঞ্জসহ বিভিন্ন নৌবন্দর দিয়ে ৪০ লাখ যাত্রী যাতায়াত করবে। শ্রেণিভেদে তাদের কাছ থেকে ৫০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।


সিএনজি অটোরিকশা: রাজধানীতে চলাচলকারী ২০ হাজার সিএনজিতে প্রতিট্রিপে গড়ে ২০০ টাকা অতিরিক্ত আদায় হচ্ছে, যার ফলে মোট ৬০ কোটি টাকা বেশি যাচ্ছে যাত্রীদের পকেট থেকে।


রিকশা ও ইজিবাইক: ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে প্রতি ট্রিপে গড়ে ২০ টাকা করে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা সর্বমোট ১৬০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


প্রাইভেট কার ও মাইক্রোবাস: ঈদযাত্রায় ২০ হাজার প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাসে অতিরিক্ত ৩,৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, যা মোট ২১ কোটি টাকা ছাড়িয়ে যাবে।



যাত্রী কল্যাণ সমিতির দাবি ও সুপারিশ


মোজাম্মেল হক বলেন, “পরিবহন মালিক ও শ্রমিকদের ঈদ বোনাস, চালক-সহকারীদের বেতনসহ সব ব্যয় প্রতিদিনের নির্ধারিত ভাড়ার মধ্যেই অন্তর্ভুক্ত থাকার কথা। কিন্তু বাস্তবে তা কার্যকর করা হচ্ছে না। ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।”


সংগঠনটি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি এবং যাত্রীস্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024