|
Date: 2025-03-26 22:58:44 |
জুলাই-আগষ্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শহীদ সোহেলের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ২৬শে মার্চ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী তার পরিবারের হাতে তুলে দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বিজয় মিছিল নিয়ে গণভবনে যাওয়ার পথে পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন বগুড়ার নন্দীগ্রামের ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ সোহেল রানা। আমরা শহীদ সোহেল রানার আত্মার মাগফেরাত কামনা করি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছি। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024