বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 


এ উপলক্ষ্যে ২৬শে মার্চ (বুধবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে  দিয়ে দিনটির শুভ সূচনা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম থানা, কুন্দারহাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন, উপজেলা বিএনপি, মনসুর হোসেন ডিগ্রী কলেজ, সরকারি মহিলা ডিগ্রী কলেজ ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে ক্রীড়া চিত্রাঙ্কণ প্রতিযোগীতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হকের সঞ্চালনায় অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অপরদিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024