পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা চিঠিতে বাংলাদেশের সরকার ও জনগণকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।



বুধবার (২৬ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা চিঠিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত ও গভীর সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন।


ইসহাক দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত ও গভীর সম্পর্ক স্থাপিত হলে এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি অভিন্ন আকাঙ্ক্ষা তৈরি করবে। তিনি সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।


পাকিস্তানে বাংলাদেশের জনগণের প্রতি গভীর ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধার কথা তুলে ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, প্রতিরক্ষা এবং সংযোগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে এই সদিচ্ছাকে বাস্তব অংশীদারিত্বে রূপান্তরিত করার বিষয়ে পাকিস্তানের আগ্রহের কথা জানান। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামের মধ্যে যৌথ লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024