|
Date: 2025-03-26 23:29:25 |
কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ও বসুরহাট এস.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম সাথী।
প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাসিম ফারুকী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সমবায় সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকদের কল্যাণ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দেশের শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024