তাকওয়ার মাস রমযান। ত‍্যাগের মাস রমযান। রমযান আমার দেয় ভুলিয়ে, বিদ্বেষ- অহংকার রমযান আমায় দেয় শিখিয়ে ত‍্যাগের বহিঃপ্রকাশ। একটা মাসের প্রশিক্ষণে চলে এগারো মাস। যদি তুমি মানতে পারো সম্মানিত তবে সবর, ত‍্যাগের কষ্ট মানুষের যাও যদি বুঝে। তোমার দ্বারা হবেনা আর অন‍্যায়ের আপোসতা। দেশটা আমার দিনকে -দিন হচ্ছে ভয়াবহ, ধর্ষণ, হত‍্যা ব‍্যাভিচার চলছে প্রতিনিয়ত। রমযান যদি প্রশিক্ষণ হতো অন‍্যায় কেন তবে এভাবেই যদি চলতে থাকে অনিয়ম, দুর্নীতিদের রাজ দেশে অমানুষ, ঘৃণিত সমাজ বাড়ছে প্রতিনিয়ত দেশে কী আর চলবে কখনো প্রশান্ত চিওের ছায়া? (সাদিয়া আফরিন)
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024