বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদল বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


২৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের জন্য খাবার সরবরাহ করছে। এসব খাবারের মধ্যে ছিল ভাত, খিচুড়ি, মাংস,বিস্কুটসহ বিভিন্ন পুষ্টিকর খাবার , যাতে প্রাণীগুলো সুস্থ থাকতে পারে। পাশাপাশি, তারা অসুস্থ ও আহত প্রাণীদের জন্য ওষুধ ও চিকিৎসা দিচ্ছে।


ক্যাম্পাসে অবস্থিত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীগুলো সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে প্রাণীদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।


এই উদ্যোগ সম্পর্কে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণীরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণীগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।


তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলবে। এটা শুধু প্রাণীদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।



বাকৃবি ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে প্রাণীপ্রেমী ও সচেতন শিক্ষার্থীদের মহলে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাফিউল জানান, এ ধরনের কর্মকাণ্ড অন্য শিক্ষার্থী ও সংগঠনগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও প্রশাসন যদি এই উদ্যোগে সহায়তা করে, তাহলে ক্যাম্পাসে থাকা প্রাণীদের আরও ভালোভাবে দেখভাল করা সম্ভব হবে।


প্রাণীদের প্রতি এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি আরও সংগঠন ও ব্যক্তিদের এ ধরনের কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাকৃবি ছাত্রদল।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024