যদি কখনো কথার ফুলঝুড়িরা থেমে যায় হারিয়ে যায় কবিতার ছন্দরা,অথবা  সভ্যতারা যদি স্তম্বিত হয়ে থেমে গিয়ে ব্যাকুল হৃদয় প্রশ্ন করে বসে যে এইজন্যই কি লালন করেছো মোরে নিজেদের সর্বস্ব টুকুন দিয়ে? অশ্লীলতায় নিজেকে ডুবিয়ে করেছো বিবেক ধ্বংস পরের অন্ন লুটিয়ে নিতে করোনি কভু কার্পণ্য,  তবু নিজেকে দাবী করো সভ্যতার চূড়ায় বাস করা এক উন্মাত্ত মনুষ্য।     তবে তোমার এই সভ্যতার বক্ষে আমি লাত্থি মারি সভ্যতাকে উলঙ্গ করে দেখাও নামের বড়ত্ত্বমনুষ্যত্ব হারিয়ে তুমি বরণ করেছো পশুত্ব হারিয়েছো সম্প্রীতি, গড়েছো বিদ্বেষ নীতি তবুও তুমি থামছো না,ধ্বংস করবে জগতের মূলনীতি  তবে তোমার এই সভ্যতা এই মূল্যহীন স্বাধীনতা!  কি করবো তা দিয়ে মোরা সাধারণ জনতা? সভ্যতা;তোমারে আমি ভালোবাসি,  তোমারে রক্ষার দায়ে ঝুলাবো অনেক ফাঁসি রিয়াদ মাহমুদ
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024