মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত নূরে মদিনা বালক-বালিকা মাদরাসা কেন্দ্রে পবিত্র রমজান মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে দক্ষিণ মুসলিমবাগ রামনগরস্থ মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক, কারী মুনতাসির আহমদ, মুহতারামা শিফা আক্তার ও পলি আক্তার।

অনুষ্ঠানে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024