অসহায় আট শত পরিবারের ঈদের হাসি ফুটিয়েছে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভা হতে বাছাইকৃত ৮'শ নারী পুরুষের মাঝে নতুন শাড়ী-লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।  এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ প্রমূখ। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল,১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়োদুধ এবং শাড়ী ও লুঙ্গি। এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা,চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি সহ নানা বিষয়ে কাজ করছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024